Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার ১৩ সেনা সদস্যকে অব্যাহতি


২৭ নভেম্বর ২০২০ ১৮:১৮

আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগে রিপোর্ট প্রকাশের পর, অস্ট্রেলিয়ার সেনাবাহিনী ১৩ সদস্যকে অব্যাহতি দিয়েছে। খবর এএফপি।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিষয়ক প্রসিকিউটররা বিশ্বাস করেন, ওই সেনা সদস্যরা আফগানিস্তানে সংঘঠিত যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার সেনাপ্রধান রিক বুর বলেছেন, ওই সেনা সদস্যদের ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপের নোটিশ দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে তার যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে তাদেরকে বরখাস্ত করা হবে।

এদিকে, গত সপ্তাহে প্রকাশিত এক বাৎসরিক তদন্ত রিপোর্টে বলা হয়, অস্ট্রেলিয়ান এলিট ফোর্স আফগানিস্তানে বেআইনিভাবে ৩৯ বেসামরিক ব্যক্তি এবং বন্দি হত্যার সঙ্গে জড়িত।

পাশাপাশি, ওই রিপোর্টে অভিযুক্ত ১৯ জনকে অস্ট্রেলিয়ার পুলিশের কাছে হস্তান্তর এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর তালেবান, আল-কায়দা এবং অন্যান্য ইসলামি জঙ্গি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মিত্র জোটের হয়ে লড়াইয়ের জন্য অস্ট্রেলিয়া ২৬ হাজার সেনা পাঠায়। অস্ট্রেলিয়ান সেনারা ২০১৩ সালে আফগানিস্তান ত্যাগ করে। তবে, এরপর থেকেই এলিট ফোর্সের বিরুদ্ধে কয়েকদফা হত্যা ও নৃশংসতার বিবরণ প্রকাশ পেয়েছে।

অব্যাহতি অস্ট্রেলিয়া আফগানিস্তান যুদ্ধাপরাধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর