চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি
২৭ নভেম্বর ২০২০ ২১:১০
চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা মামুনুল হককে প্রতিরোধের আন্দোলনে সক্রিয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রাণনাশের হুমকি পেয়েছেন। নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২৬ মিনিটে +৮২৫১৫৪২ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইলে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাকারিয়া দস্তগীর।
তিনি সারাবাংলাকে বলেন, ‘হঠাৎ আমাকে ফোন করে অশ্লীল গালিগালাজ শুরু করেন এক ব্যক্তি। তিনি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমি ওনার পরিচয় জানতে চাই। জবাব দেন- উনি মালাকুল মউত। হুমকির পর সিনিয়র নেতাদের পরামর্শে আমি বন্দর থানায় জিডি করেছি।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘প্রাণনাশের হুমকির অভিযোগে জাকারিয়া দস্তগীর জিডি করেছেন। একটা অনলাইন নম্বর থেকে ফোন এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
সম্প্রতি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকি দেওয়ার পর চট্টগ্রামে আন্দোলনে নামেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীর। এর মধ্যে শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে এক তাফসীরুল কোরআন মাহফিলে মামুনুল হকের অতিথি হিসেবে উপস্থিত হওয়ার খবরে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সমাবেশ করে তাকে প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার সকাল থেকে মামুনুল হকের চট্টগ্রামে আসার প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ-যুবলীগ। জাকারিয়া দস্তগীর মনে করছেন, মামুনুল হকের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় থাকায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।