গ্রেফতার বা ওয়ারেন্ট সংক্রান্তে আইজিপি এমন কোনো বার্তা দেননি
২৭ নভেম্বর ২০২০ ২১:৫৪
ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নাম ব্যবহার করে গ্রেফতার বা ওয়ারেন্ট সংক্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা ছড়ানো হচ্ছে।
প্রকৃতপক্ষে এটি আইজিপির কোনো বার্তা নয়, নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের সকল সাইবার ইউনিট গুজব ছড়িয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের শনাক্ত কাজ শুরু করেছে।’