পাটমন্ত্রীর নির্দেশে রূপগঞ্জে ভাতার বই বিতরণ
২৮ নভেম্বর ২০২০ ১৫:১৪
নারায়ণগঞ্জ: মুজিববর্ষ উপলক্ষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বয়স্ক, বিধবা, অসচ্ছল ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার তত্ত্বাবধানে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার ইছাখালী এলাকায় ভাতার বই বিতরণ করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ওমর ফারুক ভুঁইয়া।
এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি খালেদ আল ফয়সাল সানি, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাহ পরান সুফিয়ান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক মাছুম মোল্লা, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক তৌকির আহমেদ, ছাত্রলীগ নেতা পারভেজ মোক্তাদির, আব্দুল্লাহ আল মিলনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।