Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারকেল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার


২৮ নভেম্বর ২০২০ ১৭:১৮

কুড়িগ্রাম: বাড়ির পাশে খেলতে থাকা পাঁচ বছরের এক শিশুকে নারকেল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে হাবিবুর রহমান নামের প্রতিবেশি যুবক। পরে থানায় মামলা হলে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার ভুরুঙ্গামারী উপজেলায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমানকে চর বলদিয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, গত ২৫ নভেম্বর বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে মাঠে খেলা করছিল। এসময় প্রতিবেশি হাবিবুর রহমান নারিকেল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় শিশুটিকে। পরে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটি কান্নাকাটি শুরু করলে ধর্ষক তাকে বাড়ির বাইরে রেখে সটকে পড়ে। মেয়েটির নানী ফরিদা বেগম শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এসময় পরিবারের সবার সামনে শিশুটি তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেয়। পরে শিশুটিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদি হয়ে ভূরুঙ্গামারী থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ধর্ষককে গ্রেফতার মামলা যুবক শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর