‘ইতিহাস-ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্র করছে জামায়াত-শিবির’
২৮ নভেম্বর ২০২০ ২০:২৯
ঢাকা: ইসলামের অপব্যাখ্যা দিয়ে দেশের সাধারণ জনগণকে ব্ল্যাকমেইল করে স্বাধীনতাবিরোধী রাজাকার ও রাজাকারের বংশধররা নতুন করে ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেতারা।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব আব্দুস সালাম মিলনায়তনে ‘ছদ্মবেশে জামাত-শিবিরের অব্যাহত ষড়যন্ত্র ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তারা এ অভিযোগ করেন।
প্রধান অতিথির বক্তেব্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, ‘ইসলামের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের প্রকৃত আলেম ওলামাদের ঘুরে দাঁড়াতে হবে। ভাস্কর্যকে ইস্যু করে স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দেশের জনগণসহ প্রকৃত ইসলামি মূল্যবোধের আলেম সমাজকে রুখে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে যেখানে ঐতিহাসিক নিদর্শন হিসেবে ভাস্কর্য স্থাপন করেছে। সেখানে স্বাধীনতাবিরোধী রাজাকার ও রাজাকারের বংশধর ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যা দিয়ে মুসলমান সম্প্রদায়ের আবেগ-অনুভূতিকে ব্ল্যাকমেইল করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে, যা কখনোই সফল হবে না। এদের মানুষ তাদের প্রতিহত করবে।’
বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘স্বাধীনতাবিরোধী রাজাকার মুমিনুল হকের মতামতের ওপর ইসলাম নির্ভর করে না। ইসলাম মানবতার পক্ষে, ইতিহাস-ঐতিহ্যের পক্ষে, ইসলাম শান্তির পক্ষে যা পবিত্র কোরআন অনুমোদন করে। আর কোরআনের অপব্যাখ্যা করে এবং নবীকে (সা.) অবমাননা করে মামুনুল হক মূলত রাজাকার ও রাজাকার বংশধরদের হাত তালি-বাহবা পেলেও প্রকৃত আলেম ওলামা এদের প্রতিহত করবে।’
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি হাফেজ মাওলানা সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাইখ মাওলানা আলমগীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মো. রেজাউল করিম, ওলামা লীগের সিনিয়র সহসভাপতি মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা রবিউল আলম সিদ্দিকী, হাফেজ মাওলানা আখতার হুসাইন ফারুকীসহ অন্যরা।