Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল বিভাগের ১৭ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে


১৫ মার্চ ২০১৮ ১২:৫৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরগুনা : বরিশাল, বরগুনা ও পটুয়াখালী জেলার ১৭ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ২য় দিনের মত চলছে। এর ফলে বৃহস্পতিবারও (১৫ মার্চ) সকাল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ও জেলার অভ্যন্তরীণ রুটের সকল বাস ও পরিবহন চলাচল রয়েছে সম্পূর্ন বন্ধ।

এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের দাবি, বরগুনা থেকে বরিশাল সড়কের চান্দখালী এবং সুবিদখালী পয়েন্টে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নামে যাত্রীবাহী বাস থেকে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই এলাকার একটি সন্ত্রাসী মহল বাস চলাচলে বাধা সৃষ্টি এবং যাত্রীদের হয়রানি করছে।

অপরদিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কেও একই অবস্থা বিরাজ করছে। তাই এসব সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে বলে জানান বাস মালিক নেতারা।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর