Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার


২৮ নভেম্বর ২০২০ ২২:১৬

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু সন্তান সাব্বির হোসেনকে (১৬ মাস) উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শিশুটিকে মা সোনিয়া খাতুনের কাছে ফিরিয়ে দিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. রায়হান। এ ঘটনায় শিশু ক্রেতা আনোয়ার হোসেন রতনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ নভেম্বর শাহজাদপুর উপজেলার কাশিপুর গর্জনা গ্রামে সোনিয়ার বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর মিথ্যে কথা বলে সোনিয়ার শ্বশুর ও শিশুর দাদা মো. শাহিন এবং সাইদ দু’জনে মিলে শিশু সাব্বিরকে একই উপজেলার ভাটপাড়া জামিরতা গ্রামের আতোয়ার হোসেন রতনের কাছে অবৈধ ভাবে ২২ হাজার টাকায় বিক্রি করে।

পিবিআই জানায়, শিশুর মা সোনিয়া খাতুনের দেওয়া তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন রতনের নিজ বাড়ি থেকে শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। পরে শাহজাদপুর থানার মাধ্যমে মা সোনিয়া খাতুনে কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপপরিদর্শক (এসআই) মো. রায়হান।

পিবিআই বিক্রি হওয়া শিশু শিশু বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর