Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন অর্থমন্ত্রী


২৮ নভেম্বর ২০২০ ২২:২৮

ফাইল ছবি: আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর গেলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার (২৮ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হন।

অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত অক্টোবর মাসে ফলোআপ চিকিৎসার উদ্দেশে দুবাই গিয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু করোনা ভাইরাসের দরুণ উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে।

আগামী ১১ ডিসেম্বর শুক্রবার বা নিকটবর্তী কোনোসময়ে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চিকিৎসার উদ্দেশে টপ নিউজ সিঙ্গাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর