আফগানিস্তানে সেনা ঘাঁটিতে গাড়ি বোমা হামলা, মৃত ২৬
২৯ নভেম্বর ২০২০ ১৬:০৯
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গাজনী প্রদেশের রাজধানীতে একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ২৬ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। খবর এএফপি।
রোববার (২৯ নভেম্বর) স্থানীয় সকালে এই হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে গাজনী হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মাদ হিমাত বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছেন – তারা ২৬টি মরদেহ পেয়েছেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, গাজনীর সেনা ঘাঁটি সংলগ্ন এলাকায় একটি বিস্ফোরক ভর্তি গাড়ি বিস্ফোরণ ঘটানোর পর হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন আফগানিস্তানের সরকারি কর্তৃপক্ষ এবং তালেবান বিদ্রোহীদের মধ্যে কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা চলছে।
তবে, এখন পর্যন্ত এই হামলার ব্যাপারে কোনো গোষ্ঠীই দায় স্বীকার করেনি।