Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন বৈষম্য নিরসনে বরিশালে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


২৯ নভেম্বর ২০২০ ১৬:২০

বরিশাল: বেতন বৈষম্য নিরসন ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে বরিশালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের চলমান কর্মবিরতি চতুর্থ দিনের মতো অব্যাহত আছে।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর সেক্টরাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যৌথভাবে এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে জড়ো হয়ে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান কাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তরুন দাস মুন্সি এবং জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কর্মবিরতি বেতন বৈষম্য

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর