Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনভূমির দখলদার উচ্ছেদে চূড়ান্ত নোটিশ পাঠানোর নির্দেশ


২৯ নভেম্বর ২০২০ ২১:২৩

ঢাকা: বনভূমি দখলদারদের উচ্ছেদে ৩০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নোটিশ পাঠাতে বলেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংরক্ষিত বনভূমি কারা দখল করেছে তার তালিকাও প্রস্তুত করে কমিটিকে পাঠাতে বলা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও শাহীন চাকলাদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘অবৈধ দখলদারদের কাছ থেকে বনভূমি উদ্ধারের জন্য জেলা প্রশাসকরা চিঠি দিয়েছেন। আগামী ৩০ জানুয়ারির মধ্যে এই চিঠি দেওয়া হবে। এই নোটিশের ৭ দিনের মধ্যে দখলদার সরে না গেলে তাদের উচ্ছেদ করা হবে।’ কমিটি বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে উচ্ছেদ কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছে।

এক প্রশ্নের জবাবে সাবের হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য জমি উদ্ধার। এই যে সংরক্ষিত বন দখল করে রেখেছে এটা গেজেটভুক্ত। এখানে দখলদার আদালতে গিয়েও কিছু করতে পারবে না। বিভিন্ন ক্যাটাগরির বনের জমি দখল হয়ে আছে। আগে সংরক্ষিত বনের জমি উদ্ধারে মন্ত্রণালয়কে হাত দিতে বলা হয়েছে। এটা শুরু হলে অন্য দখলদাররা সতর্ক হয়ে যাবে।’

কমিটি সূত্র জানায়, বৈঠকে বন বিভাগের সব জমির রেকর্ড ডিজিটাইজড করার বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া লাল তালিকাভুক্ত বিলুপ্তপ্রায় প্রাণি ও উদ্ভিদ রক্ষায় যে সব গবেষণা হয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরবর্তী ফলাফল কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির আগের বৈঠকে বনের জমি দখল করে রাখা ৯০ হাজার জনের তালিকা চাওয়া হয়েছিল। তবে তা এখনো পাওয়া যায়নি। মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, ওই তালিকা প্রণয়নের কাজ চলছে। দ্রুতই তালিকা দেওয়া সম্ভব হবে।

এছাড়া বনভূমির মধ্য দিয়ে বিভিন্ন অবকাঠামো নির্মাণ, বিশেষ করে সড়ক নির্মাণের ফলে এর দু’পাশে বনভূমি জবদখলের প্রবণতা বৃদ্ধি পায়। স্থানীয় জনগণ ও প্রভাবশালী ব্যক্তিরা বনভূমি দখল করে কৃষি কাজ, স্থায়ী স্থাপনা, বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল, প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অনেক জবরদখল করা বনভূমিতে শিল্প-কারখানা স্থাপন করা হয়েছে বলেও কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।

বন ও জলবায়ু বনভূমি সংরক্ষিত বনভূমি সংসদীয় স্থায়ী কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর