জেনারেল হাসপাতালে ৫০০ শয্যার নতুন ইউনিটের প্রস্তাব দেবেন নওফেল
২৯ নভেম্বর ২০২০ ২২:৫৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ৫০০ শয্যার একটি নতুন ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যিনি হাসপাতালটির ব্যবস্থাপনার কমিটির সভাপতি।
রোববার (২৯ নভেম্বর) সকালে কোভিড-১৯ এর দ্বিতীয় প্রবাহ মোকাবিলার প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় নওফেল বিষয়টি জানান। এর আগে তিনি নতুন সরঞ্জামসমৃদ্ধ জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন সেন্টারের আধুনিকায়নের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বেসরকারি চিকিৎসার ওপর একটি শহরের চিকিৎসা ব্যবস্থা নির্ভর করতে পারে না। এই উপলব্ধির ভিত্তিতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি ভিত্তিতে জেনারেল হাসপাতালে অক্সিজেন ট্যাংক স্থাপন, শয্যা বৃদ্ধি ও বিভিন্ন চিকিৎসা সুবিধার আধুনিকায়ন করেছেন। ইতোমধ্যে চিকিৎসকরা কোভিড বিষয়ে তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে। এছাড়া যেসব বিষয়ে চিকিৎসা ব্যবস্থার কমতি আছে তা মন্ত্রণালয়ে আলোচনা করেছি।’
নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে যে দীর্ঘসূত্রিতা আছে তা যাতে না থাকে। আমরা যারা রাজনৈতিক ভাবে ঢাকায় থাকি তারা যেন সেসব বিষয়ে দ্রুত দায়িত্ব নিয়ে সমাধান করি।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার কোভিড আইসোলেশন ইউনিটের আধুনিকায়নের উদ্বোধন শেষে উপমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকারিভাবে চিকিৎসা সেবা বাড়াতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরও ৫০০ শয্যার একটি ইউনিট স্থাপন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ ব্যাপারে খুব শিগগিরই প্রস্তাবনা দেব। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সবধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়। তাই বর্তমানে কোভিড ডেডিকেটেড জেনারেল হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে সক্ষমতা বাড়াচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয় নগরীর বন্দর এলাকায় একটি হাসপাতাল করার পরিকল্পনা করছে এবং একটি শিশু হাসপাতালও হবে। সব মিলিয়ে চট্টগ্রামের স্বাস্থ্য সেবা অন্য যেকোন সময়ের তুলনায় বৈপ্লবিক পরিবর্তন হতে যাচ্ছে।’
উপমন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব মাসুম।
৫০০ শয্যার নতুন ইউনিটের প্রস্তাবনা সম্পর্কে জানতে চাইলে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ সারাবাংলাকে বলেন, ‘আমাদের বিদ্যমান যে ভবন সেগুলো ১০০ বছরের পুরনো। আমরা একটি নতুন ভবন চেয়েছি যাতে সেখানে ৫০০ শয্যা স্থাপন করা যায়। মাননীয় উপমন্ত্রী একমত হয়েছেন এবং দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাবনা দেওয়া হবে। নতুন ইউনিটে চিকিৎসার নতুন, নতুন বিভাগ খোলা যাবে।’
৫০০ শয্যা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল মুহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী