Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালেও করোনার ভ্যাকসিন দেওয়া হবে’


২৯ নভেম্বর ২০২০ ২৩:১৪

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই বাংলাদেশ তা পাবে। সেই ভ্যাকসিন সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালেও দেওয়া হবে।

রোববার (২৯ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা এবং ভ্যাকসিন’ বিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এ সভার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করছে। কোনো ভ্যাকসিন এখনও বাজারে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যখন ফাইনাল ক্লিয়ারেন্স পেয়ে যাব, তখন আমরাও ইনশাল্লাহ প্রথম ধাপেই ভ্যাকসিন পেয়ে যাব। তবে ডব্লিউএইচওর অনুমোদনের পর।’

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ‘নো মাস্ক- নো সার্ভিস’ পদক্ষেপ নিয়েছি। আমরা প্রত্যেক মন্ত্রণালয়ে এই ব্যাপারে চিঠি দিয়েছি। আপনাদেরও অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সরকার বিভিন্ন পদক্ষেপও নিয়েছে। আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় জরিমানাও করা হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করা দরকার। এখন ডেঙ্গু হচ্ছে অনেক জায়গায়। হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে এবং রোগী বাড়ছে। একই সঙ্গে যদি আমাদের ডেঙ্গু রোগী ও করোনা রোগী দেখতে হয় তাহলে তো কষ্টকর বিষয়। কিন্তু হচ্ছে। কাজেই এই বিষয়ে আপনাদের প্রস্তুতি নিতে হবে। আপনাদের ডেঙ্গু রোগী রাখতে হবে, করোনা রোগীকেও রাখতে হবে এবং নন কোভিড রোগীও রাখতে হবে। চিকিৎসা দিতে হবে।’

বেসরকারি হাসপাতালের মালিকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার জন্য বেডের সংখ্যা ১০ ভাগ থেকে বাড়িয়ে ২০ ভাগ করতে হবে। পর্যায়ক্রমে এটা বাড়াতে হবে। বলা হয়েছে, এখানে ২০০ আইসিইউ আছে। এটা বাড়াতে হবে, দ্বিগুণ করতে হবে। আপনাদের সেই সক্ষমতা আছে। সেই ইচ্ছেও আছে। সুতরাং বেড বাড়ানো বা আইসিইউ বাড়ানো অবশ্যই সম্ভব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএমসিএ সভাপতি এমএ মুবিন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি বলেন, ‘হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো দরকার। যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে পাটনারশিপ হতে পারে। অথবা সরকার যেভাবে পছন্দ করে। সিটিস্ক্যান মেশিনসহ করোনায় অপরিহার্য যন্ত্রপাতি ডিউটি ফ্রি করা যেতে পারে। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট আমদানির সুযোগ দিলে রোগীরা বিশাল রিলিফ পেতে পারে।’

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়। তবে আমরা অর্থ মন্ত্রণালয়ে কথা বলব। এনবিআরের সঙ্গে কথা বলব। আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার সবই আমরা করব।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন, খুলনা গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান, নর্থ-ইস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান আফজাল হোসেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এমএ মুকিত প্রমুখ।

বেসরকারি হাসপাতাল ভ্যাকসিন সরকারি হাসপাতাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর