Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজি সেলিমের স্ত্রীর মৃত্যু


৩০ নভেম্বর ২০২০ ০৯:৩৩

ঢাকা: পুরান ঢাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিমের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাত পৌনে ১২টায় ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাজী সেলিমের ব্যক্তিগত সচিব জানিয়েছেন।

গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর। হাজি সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি। এছাড়াও, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা।

এদিকে, হাজি মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল সারাবাংলাকে বলেন, গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভারের সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে।

প্রায় ২০ মাস সেখান চিকিৎসাধীন ছিলেন তিনি। এ বছরের ২০ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে – জানান ব্যক্তিগত সচিব বেলাল।

তিনি বলেন, গত সাতদিন ধরে আইসিইউতে ছিলেন গুলশান আরা। জানাজা ও দাফনের বিষয়ে কিছু এখনও ঠিক হয়নি বলে জানান বেলাল।

অন্যদিকে, হাজি সেলিমও বর্তমানে ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন।

গুলশান আরা সেলিম মৃত্যু ল্যাবএইড হাসপাতাল হাজি সেলিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর