Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে করোনা সংক্রমণ কমেছে


৩০ নভেম্বর ২০২০ ১০:০৬

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যজুড়ে আরোপিত মাসব্যাপী লকডাউনের মধ্যে দেশটিতে করনা সংক্রমণ কমেছে শতকরা ৩০ ভাগ। খবর রয়টার্স।

সোমবার (৩০ নভেম্বর) এক লাখ স্বেচ্ছাসেবকের ওপর চালানো জরিপের ফলাফলে এই তথ্য জানানো হয়েছে। জরিপটি পরিচালনা করেছে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন এবং ইপসোস মোরি।

এর আগে, করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় নভেম্বরের ৫ তারিখ থেকে দ্বিতীয় দফা লকডাউনে গিয়েছিল যুক্তরাজ্য।

এদিকে, ওই জরিপ থেকে দেখা যায় – নভেম্বরের ১৩-২৪ তারিখের মধ্যে প্রতি ১০ হাজারে করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ জন। এর আগের অক্টোবর ১৬ – নভেম্বর ২ তারিখ পর্যন্ত হিসাবে প্রতি ১০ হাজারে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩০।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, লকডাউনে যাওয়া এবং স্বাস্থ্যবিধির কঠোর প্রয়োগের কারণে দেশটিতে করোনা সংক্রমণের হার কমেছে।

যদিও, লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী বরিস জনসন তার নিজ দলের মধ্যেই সমালোচিত হয়েছেন।

অন্যদিকে, লকডাউনে যাওয়ার পর থেকে যুক্তরাজ্যের দৈনিক করোনা সংক্রমণ সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বরিস জনসন যুক্তরাজ্য লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর