Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকের তেল শোধানাগারে আইএস’র হামলা


৩০ নভেম্বর ২০২০ ১২:২৮

ইরাকের উত্তরাঞ্চলীয় সিনিয়ার একটি তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। খবর ডয়চে ভেলে।

সোমবার (৩০ নভেম্বর) সকালে ইরাকের সরকারি সূত্র জানিয়েছে, হামলার জের কাটিয়ে ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ওই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি।

এর আগে, রোববার (২৯ নভেম্বর) সিনিয়ার তেল শোধানাগারে পর পর দুইটি রকেট হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারিদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। ভবিষ্যতেও এমন ঘটনা আরও ঘটবে বলে হুমকি দিয়েছে তারা। তাদের দাবি, দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল তেল শোধানাগারে।

অন্যদিকে, আগুন লাগার পর সোমবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। বন্ধ করে দেওয়া হয় শোধনাগারের সমস্ত কাজ।

তবে, ইরাকের সরকারি সূত্র জানিয়েছে, সিনিয়া খুব বড় তৈল শোধনাগার নয়। সেখান থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি শোধনাগার। কোনো ভাবে যদি রকেট সেখানে গিয়ে আঘাত করত, তা হলে বড়সড় ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ওদিকে, আইএস জঙ্গিরা কেন তেল শোধনাগারে হামলা চালালো, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।

ইরাক ইসলামিক স্টেট (আইএস) তেল শোধানাগার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর