Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়াত মেয়র আনিসুল হকের কবরে আতিকের শ্রদ্ধা নিবেদন


৩০ নভেম্বর ২০২০ ১৬:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ডিএনসিসির বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত আনিসুল হকের কবরে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ডিএনসিসি মেয়র এবং করপোরেশনের পক্ষ থেকে ডিএনসিসি সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া এই ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

ডিএনসিসি সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে স্বশরীরে উপস্থিত থাকতে পারেননি মেয়র আতিকুল ইসলাম। তবে এক অনলাইন বার্তায় মেয়র আতিক বলেন, ঢাকাকে পাল্টে দেওয়ার স্বপ্নে বুকে নিয়ে শুরু হয়েছিল তার স্বপ্নযাত্রা। কিন্তু জীবন তাকে সেই স্বপ্নপূরণের সময় দেননি। কিন্তু তিনি যে কাজ শুরু করেছিলেন তা থেমে থাকেনি। অব্যাহত আছে তার অপূরিত স্বপ্ন বাস্তবায়নের কাজ, তিনি বেঁচে আছেন আধুনিক ঢাকার নির্মাণযজ্ঞে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত এবং জননন্দিত মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।

বিজ্ঞাপন

এদিকে আনিসুল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে গুলশান-২ এর নগর ভবনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়ালি এতে যুক্ত হবেন।

আতিকুল ইসলাম আনিসুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর