দরজায় তাদের ওঁৎ পেতে থাকে আরও শক্তিশালী ‘ভাইরাস’ [ছবি]
৩০ নভেম্বর ২০২০ ১৭:৩৫
মহামারি করোনাভাইরাসও থামাতে পারে না তাদের। কাজ না করলে চলবেই বা কিভাবে! করোনার চেয়েও বড় যে ভাইরাস, ক্ষুধা। সারাক্ষণই ওৎ পেতে থাকে তাদের দরজায়। তাই ন্যূনতম স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা ছাড়াই দলবেঁধে কাজ করতে হয়। এইসব চাতাল শ্রমিকদের অধিকাংশই নারী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তারা পান শ’ খানেক টাকা, পুরুষ শ্রমিকরা হয়তো কিছু বেশি। ঢাকার ধামরাই এলাকার একটি চাতাল থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট মো. হাবিবুর রহমান