Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৌর নির্বাচনে বিএনপির ২৩ মেয়র প্রার্থী চূড়ান্ত


৩০ নভেম্বর ২০২০ ১৮:২৫

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ২৫ পৌরসভা নির্বাচনের ২৩টিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি।

সোমবার (৩০ নভেম্বর) গুলশান কার্যালয় থেকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন মনোনীত প্রার্থীরা। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে লড়বেন এরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা মনোনয়নপত্র যারা পেয়েছেন, তারা হলেন— পঞ্চগড় পৌরসভায় মো. তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় মো. রেজাউল করিম (রাজা), দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মো. শাহাদাৎ আলী, রংপুর বদরগঞ্জ পৌরসভায় মো. ফিরোজ শাহ, কুড়িগ্রাম পৌরসভায় মো. শফিকুল ইসলাম, রাজশাহীর পুঠিয়া পৌরসভায় মো. আল মামুন, রাজশাহীর কাটাখালী পৌরসভায় আধ্যাপক মো. সিরাজুল হক, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় মো. মাহমুদুল হাসান, কুষ্টিয়ার খোকসা পৌরসভায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গার পৌরসভায় মো. সিরাজুল ইসলাম (মনি), খুলনার চালনা পৌরসভায় মো. আবুল খায়ের খান, বরগুনার বেতাগী পৌরসভায় মো. হুমায়ুন কবির, পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় মো. আবদুল আজিজ, বরিশালের উজিরপুর পৌরসভায় মো. শহিদুল ইসলাম খান, বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় এস এম মনিরুজ্জামান, ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় শাহ আব্দুল্লাহ আল-মামুন, নেত্রকোনার মদন পৌরসভায় মো. এনামুল হক, মানিকগঞ্জ পৌরসভায় মো. আতাউর রহমান আতা, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মো. শহিদুল্লাহ্ শহিদ, সুনামগঞ্জের দিরাই পৌরসভায় মো. ইকবাল হোসেন চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় এম এফ আহমেদ অলি এবং চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভায় মো. আবুল মুনছুর।

বিজ্ঞাপন

চূড়ান্ত টপ নিউজ পৌরসভা বিএনপি মেয়র প্রার্থী

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর