Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে ২ বিসিএসের প্রজ্ঞাপন, শূন্য পদ ৩৮১৪


৩০ নভেম্বর ২০২০ ২৩:০৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০২০ ০৮:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারি চাকরিতে নিয়োগের জন্য একই দিনে দু’টি বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ ক‌রে‌ছে সরকা‌রি কর্ম ক‌মিশন (পিএসসি)। দুই বিসিএসের অধীনে মোট তিন হাজার ৮১৪টি শূন্য পদে নিয়োগ হবে।

সোমবার (৩০ নভেম্বর) রাতে ক‌মিশ‌নের ও‌য়েবসাইটের ৪২তম (বি‌শেষ) ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৪২তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দেওয়া হবে। আর ৪৩তম (সাধারণ) বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন ও শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

৪২তম বিসিএসে অংশ নিতে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে। ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে।

অন্যদিকে ৪৩তম বিসিএসে অংশ নিতে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পাবলিক সার্ভিস কমিশন পিএসসি বিসিএস বিসিএস পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর