Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ৪ রোহিঙ্গা আটক


১৫ মার্চ ২০১৮ ১৪:২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

বাগেরহাট : বাগেরহাটে চার রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ বাগেরহাট শহরের ব্যস্ততম রাহাতের মোড় এলাকার হোটেল রহমত থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, টেকনাফ লেদা মেকসি ফটো ক্যাম্পের সোনা আলী (৬০), তার মেয়ে রশিদা (২৬), টেকনাফ আলী হালী ক্যাম্পের আবু তাহেরের মেয়ে মিনারা (২০) ও আ. সালামের মেয়ে বেবি (২২) এবং কক্সবাজারের মহিষখালীর জাগিরাঘোনা গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে ইলিয়াস (৩১)।

প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহঃ) মাজার জিয়ারত করতে এসেছিল বলে জানায়।

আটক ইলিয়াস হোসেন বলেন, তিনি ঢাকার মুগদা এলাকায় থেকে গুলিস্থানে হকারী করেন। এদের সাথে ঢাকায় পরিচয় হয়। পরে তিনি তাদের পথ চিনিয়ে বাগেরহাটের খানজাহান আলী মাজারে নিয়ে আসেন। বুধবার মাজার জিয়ারাত শেষে রহমত নামের হোটেলে রাতযাপন করেন। বৃহস্পতিবার তাদের ঢাকায় নিয়ে সেখানে ডাক্তার দেখিয়ে তাদেও বাসে তুলে দেয়ার কথা ছিল।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান,  বৃহস্পতিবার সকালে শহরের রাহাতের মোড় এলাকার হোটেল রহমত থেকে তাদের আটক করা হয়। তারা মাজারে ঘুরতে এসেছিল বলে প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে ওসি জানান।

সারাবাংলা/টিএম


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর