Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ব্রিজে ট্রাক দুর্ঘটনায় ১৩টি গরুসহ পাহারাদারের মৃত্যু


১ ডিসেম্বর ২০২০ ১৪:৫২

শেরপুর: জেলার নকলায় গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ১৩টি গরু ও নির্মাণাধীন ব্রিজের পাহারাদার ছোরহাব আলীর (৬০) মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার মধ্যরাতে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৌর এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোরহাব আলী একই এলাকার মৃত. সৈয়দ আলীর ছেলে। আহতরা হলেন- ট্রাকচালক মোখলেছ মিয়া (২৫) ও গরু ব্যবসায়ী নবী হোসেন (৩২)।

মঙ্গলবার (১ ডিসেম্বর) পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২টি গরু কিনে ব্যবসায়ীরা ট্রাকে করে কিশোরগঞ্জে যাওয়ার পথে নকলা উপজেলার কুর্শাবাদাগৌর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নির্মাণাধীন ব্রিজের খাদে পড়ে যায়। এসময় ব্রিজের পাহারাদার ছোরহাব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ট্রাকে থাকা ৩২টি গরুর মধ্যে ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের দরজা কেটে চালক মোখলেসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও গরু ব্যবসায়ী নবী হোসেনকে নকলা হাসপাতালে পাঠান। বাকি গরুগুলো উদ্ধার করে নকলা থানা হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় পর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ছোরহাব আলীর মরদেহ এবং ১৯টি গরু জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হেয়েছে।’ এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

গরুবাহী ট্রাক নির্মাণাধীন ব্রিজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর