Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে খোলা জায়গায় অনুষ্ঠান করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


১ ডিসেম্বর ২০২০ ১৫:৪৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০২০ ২১:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: করোনার কারণে বিজয় দিবসে খোলা জায়গায় অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ইনডোর (ঘরোয়া) অনুষ্ঠান করা যাবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সেই অনুষ্ঠান করতে হবে। অনুষ্ঠানগুলোতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য সারাদেশব্যাপী গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।’

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে যথাযথ নিরাপত্তামূলক ব‍্যবস্থা গ্রহণের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহান বিজয় দিবসে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন করতে হবে। সূর্যোদয়ের সাথে সাথে ঢাকাসহ সারাদেশে জেলা ও উপজেলায় ৩১ বার তোপধ্বনির ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা যাবে।’

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় স্মৃতিসৌধ সাভারে যাওয়া-আসা ও পুষ্পার্ঘ অর্পণকালীন সময়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক (যারা জাতীয় স্মৃতিসৌধে যাবেন) তাদের যথাযথ নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধ এলাকায়ও পর্যাপ্তসংখ্যক সিসি ক্যামেরা স্থাপনসহ নিশ্ছ্রিদ্র নিরাপত্তা থাকবে। ঢাকা থেকে সাভার যাওয়ার রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে (মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা) শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত এবং জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হবে। বিজয় দিবসে কারাগার হাসপাতাল বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে মেডিকেল টিম, ফায়ার সার্ভিস সেবায় নিয়োজিত থাকবে। বিজয় দিবস সুষ্ঠুভাবে সম্মেলনের জন্য ঢাকাসহ দেশের সব স্থানে নিরাপত্তা জোরদার করা হবে। যেকোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।’ সারাদেশব্যাপী গোয়েন্দা কার্যক্রম জোরদার ও সীমান্তে মাদকসহ অন্যান্য চোরাচালান বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

করোনা খোলা জায়গা টপ নিউজ বিজয় দিবস স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর