Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের মহাকাশযান চাঁদে


২ ডিসেম্বর ২০২০ ১৩:২৪

চাঁদে সাফল্যের সঙ্গে অবতরন করেছে চীনের মহাকাশযান ল্যান্ডার। খবর গ্লোবাল টাইমস।

চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এ খবর নিশ্চিত করেছে। পাশাপাশি, চাঁদে নামার পর ছবিও পাঠিয়েছে ল্যান্ডার।

এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুংইয়াং জানিয়েছেন, এ এক ঐতিহাসিক মুহূর্ত। এর ফলে বিশ্ব উপকৃত হবে। বাড়বে মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা।

এদিকে, চীনের মহাকাশযান চাঁদ থেকে দুই কিলোগ্রাম মাটি ও পাথর সংগ্রহ করবে। এখনও যেখানে কোনো মহাকাশযান যায়নি, সেই অঞ্চল থেকে মাটি-পাথর সংগ্রহ করবে চীনা মহাকাশযান ল্যান্ডার।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীনই হবে তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে মাটি-পাথর সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে।

চীনের তরফ থেকে জানানো হয়েছে, দুই দিনের মধ্যেই ল্যান্ডার ভেহিকেল তার রোবোটিক হাতের সাহায্যে মাটি-পাথর সংগ্রহ শুরু করবে। তারপর মাটি-পাথর নিয়ে যাবে কক্ষপথে। সেখান থেকে ফিরতি ক্যাপসুল আবার যাত্রা করবে পৃথিবীর দিকে।

চাঁদের মাটি পাথর চীনের মহাকাশযান ল্যান্ডার ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর