Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা টিকা প্রয়োগের অনুমতি দিল যুক্তরাজ্য


২ ডিসেম্বর ২০২০ ১৩:৩৫ | আপডেট: ২ ডিসেম্বর ২০২০ ১৬:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। খবর বিবিসি।

এ ব্যাপারে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানিয়েছে, ফাইজারের করোনা টিকা যুক্তরাজ্যে প্রয়োগের জন্য নিরাপদ।

এর আগে, চূড়ান্ত ট্রায়ালে থাকাবস্থায় ফাইজারের করোন টিকা ৯৫ শতাংশ কার্যকঅর বলে প্রমাণিত হয়েছিল।

এদিকে বিবিসি জানাচ্ছে, যুক্তরাজ্য ২০ মিলিয়ন মানুষের জন্য দুই ডোজ করে মোট ৪০ মিলিয়ন করোনা টিকার জন্য ফাইজারের কাছে অর্ডার করে রেখেছে। যার মধ্যে ১০ মিলিয়ন ডোজ অচিরেই যুক্তরাজ্যে এসে পৌঁছাবে।

বিজ্ঞাপন

সেক্ষেত্রে, বয়স এবং ঝুঁকি বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রয়োগ করা শুরু করবে যুক্তরাজ্য।

অন্যদিকে, যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এও টুইটার বার্তায় জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে করোনা টিকা প্রয়োগের জন্য ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। তারপর থেকেই বিশ্বব্যাপী করোনা টিকা উদ্ভাবনের লক্ষ্যে ২০০ উদ্যোগ শুরুর কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তার মধ্যে ফাইজার, মডার্নাসহ, অক্সফোর্ডের করোনা টিকা অনেক এগিয়ে ছিল। এছাড়াও, রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-৫ এবং চীনের সিনোভ্যাকের অগ্রগতিও উল্লেখযোগ্য।

তবে, বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা প্রয়োগের অনুমোদন দিয়ে ইতিহাস সৃষ্টি করল।

করোনা টিকা করোনা ভ্যাকসিন কোভিড-১৯ নভেল করোনাভাইরাস যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর