Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডে পরিবেশগত জরুরি অবস্থা জারি


২ ডিসেম্বর ২০২০ ১৬:১১

২০২৫ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যকে সামনে রেখে পরিবেশগত জরুরি অবস্থা জারি করেছে নিউজিল্যান্ড। খবর আল জাজিরা।

বুধবার (২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন আইন প্রণেতাদের উদ্দেশে বলেছেন, এই জরুরি অবস্থা জারি পরবর্তী প্রজন্মের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তাদের কথা বিবেচনা করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে, নিউজিল্যান্ডের পার্লামেন্টে পরিবেশগত জরুরি অবস্থা জারির বিলটি ৭৬-৪৩ ভোটে পাস হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

এই জরুরি অবস্থা বিলের ব্যাপারে প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেছেন, যেহেতু জলবায়ু পরিবর্তন আমাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে তাই জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোন বিকল্প ছিল না।

অন্যদিকে, এই ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের আরও ৩২ দেশ যারা পরিবেশগত জরুরি অবস্থা জারি করছে তাদের তালিকায় স্থান করে নিল নিউজিল্যান্ড। ওই তালিকায় জাপান, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো রয়েছে।

তবে, নিউজিল্যান্ডের প্রধান বিরোধীদল ন্যাশনাল পার্টি সরকারি দলের আনা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। তার কারণ হিসেবে তারা বলেছে, সরকারি দল তাদের স্বার্থসিদ্ধির অংশ হিসেবে নিউজিল্যান্ডে পরিবেশগত জরুরি অবস্থা জারি করতে চাচ্ছে।

জেসিন্ডা আর্ডেন নিউজিল্যান্ড পরিবেশগত জরুরি অবস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর