সারাবাংলা ডেস্ক
পাকিস্তানের লাহোরের কাছে একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলায় অন্তত নয়জন জন নিহত হয়েছেন যাদের মধ্যে পাঁচজন পুলিশ। খবর দ্য ডনের।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে এই হামলা ঘটে।
লাহোরের ডিআইজি (অপরেশন) ড. হায়দার আশরাফ জানান, কিশোর একটি ছেলে পুলিশ চেকপোস্টের দিকে আসে। পুলিশরা তাকে আটকাতে গেলে সে নিজেকে উড়িয়ে দেয়।
এ হামলায় চারজন বেসামরিক লোক রয়েছে এবং আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সহকারী পুলিশ সুপার ও দুইজন স্টেশন অফিসার আছে।
উদ্ধার কর্মকর্তারা জানান, যেখানে এই বোমা হামলা হয়েছে তার কয়েক কিলোমিটারের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাড়ি।
সে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী, আহত কনস্টেবল আবিদ হোসেইন জানান, একটি কিশোর ছেলে চেকপোস্ট পার হতে যাচ্ছিল। তাকে যখন আমার সহকর্মীরা থামায় তখনই আমি বিস্ফোরণের শব্দ শুনি সেখানে আগুনের কুন্ডুলি ছিল।
এদিকে তারিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেছে।
সারাবাংলা/এমএ