চিকিৎসকের পদে প্রশাসন ক্যাডার থেকে পদায়নের আদেশ বাতিল
৩ ডিসেম্বর ২০২০ ০৮:৩০
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার (প্রশাসন ও অর্থ) সিবিএইচসি হিসেবে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টে প্রেষণে কর্মরত উপসচিব ড. মো. রফিকুল ইসলামের পদায়নের আদেশ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টে প্রেষণে কর্মরত উপসচিব ড. মো. রফিকুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার (প্রশাসন ও অর্থ) সিবিএইচসি হিসেবে বদলি-পদায়নের আদেশে তার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু বাতিল করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
এর আগে মঙ্গলবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রোগাম ম্যানেজার (এডমিন এ্যান্ড ফাইন্যান্স) সিবিএইচসি অপারেশনাল প্ল্যান পদে উপসচিব ড. মো. রফিকুল ইসলামকে এই পদে পদায়ন করা হয়।
এই পদটি স্বাস্থ্য ক্যাডারের জন্য হলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে এই পদে পদায়নের কারণে প্রতিবাদ জানায় ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।