Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধুদা’র ভাস্কর্যের কান ভাঙলো দুর্বৃত্তরা, রাতেই মেরামত


৩ ডিসেম্বর ২০২০ ১৩:৫৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২০ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে থাকা কংক্রিটের তৈরি ‘মধুসূদন দে স্মৃতি ভাস্কর্যের’ একটি কান ভেঙে দিয়েছিল দুর্বৃত্তরা। বুধবার (২ ডিসেম্বর) রাতেই বিষয়টি জানতে পেরে ভাস্কর্যের ভেঙে ফেলা অংশটি পুনঃস্থাপন করা হয়েছে। তবে কে বা কারা, কখন ভাস্কর্য ভেঙেছে তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের একজন সদস্য জানিয়েছেন, মধুদার ভাস্কর্যের অংশবিশেষ ভাঙার বিষয়টি নজরে আসার পর প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানানো হয়। পরে প্রক্টরিয়াল টিমের কয়েকজন সদস্য এসে ভাস্কর্যে নতুন কান স্থাপন করেন।

তবে প্রক্টরের ভাষ্য, মধুর ক্যানটিনের কর্মচারীরাই নতুন কান প্রতিস্থাপন করেছেন।

বিজ্ঞাপন

দেশে চলমান ভাস্কর্যবিরোধী আন্দোলনের মধ্যেই এমন ঘটনা ঘটল। এ বিষেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ভাস্কর্য ভাঙার পর মধুর ক্যানটিনের কর্মচারীরাই কান প্রতিস্থাপন করেছেন। তবে ভাস্কর্যে আঘাতটি খেয়ালের বশে হয়েছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে, তা এখনো জানা যায়নি। কারা, কী উদ্দেশ্যে কাজটি করেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের তা খুঁজে বের করতে বলা হয়েছে।’

মধুর ক্যান্টিনের বর্তমান স্বত্বাধিকারী মধুসূদন দে`র বড় ছেলে অরুণ কুমার দে সারাবাংলাকে বলেন, ‘গতকাল সন্ধ্যার সময় আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি। তখন সবকিছুই ঠিকঠাক ছিল। রাতে এই ঘটনা শোনার পর আবারও পুনরায় ক্যান্টিনে যাই। ঘটনার বিষয়ে ভিসি-প্রক্টরকে অবহিত করি। তাৎক্ষণিকভাবে মিস্ত্রি এনে ভাঙা কানটি মেরামত করে জায়গায় লাগিয়ে দেওয়া হয়।’

মধুদা মধুর ক্যান্টিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর