Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস পোড়ানোর মামলায় বিএনপির ৬৫ নেতাকর্মীর জামিন বহাল


৩ ডিসেম্বর ২০২০ ১৫:১৪

ঢাকা: রাজধানীতে গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৬৫ নেতাকর্মীর আগাম জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মাকসুদ উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সারাবাংলা ডটনেটকে বলেন, ‘গত ১২ নভেম্বর ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির ১৫ শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। সেসব মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে আদালত তাদেরকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন।’

‘এরপর রাষ্ট্রপক্ষ ৬৫ জন বিএনপি নেতা-কর্মীর জামিন আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাতটি পিটিশন দায়ের করেন। সেই বিষয়ে শুনানি করে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনগুলো খারিজ করে দিয়েছেন। অর্থাৎ ৬৫ জন বিএনপি নেতাকর্মীকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল থাকলো।’

আইনজীবী কাজল আরও বলেন, ‘জামিন দেওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১৮ সংসদীয় আসনের বিএনপির দলীয় প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।’

এর আগে গত ১৮ নভেম্বর বিএনপির শতাধিক নেতাকর্মীর জামিন মঞ্জুর করে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদেশে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই নেতাকর্মীদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

এরপর রাষ্ট্রপক্ষ এসব নেতাকর্মীর জামিনের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিল আবেদন শুনানি নিয়ে আজ এই আদেশ দেন আপিল বিভাগ।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাস পোড়ানো হয়।

এর আগে গত ১৬ নভেম্বর ১৪টি মামলায় বিএনপির ১৪০ জন নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। এরই ধারাবাহিকতায় পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চান। ওইদিন শতাধিক নেতাকর্মী আগাম জামিন পেয়েছিলেন।

বাস পোড়ানো


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর