২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা
৩ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮
ঢাকা: ওজন পরিমাপে কারচুপির অভিযোগ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে স্কোয়াড অভিযানের মাধ্যমে মামলা এবং নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তেজগাঁও এলাকার হকার্স মার্কেটে স্কোয়াড অভিযান পরিচালনা করে মেসার্স হাজী জেনারেল স্টোর এর বউ জামাই ব্র্যান্ডের চানাচুর পণ্যের মোড়কে সুস্পষ্টভাবে বাংলা ভাষায় উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, নেট ওজন উল্লেখ না থাকায় এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর বিসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স এপসন ফুডস এর কারখানায় ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ব্যবহার করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও মামলা করা হয়েছে।