Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিনল্যান্ডবাসীরা করোনা টিকা পাবেন বিনামূল্যে


৩ ডিসেম্বর ২০২০ ১৯:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকল নাগরিকের জন্য বিনামূল্যে করোনা টিকা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। খবর রয়টার্স।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) করোনা টিকাদানে জাতীয় কৌশল নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

ফিনল্যান্ডের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে করোনা টিকাদান কার্যক্রম শুরু করবে দেশটি। প্রথম ধাপেই স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য টিকার ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমিক ভাবে, সমগ্র জনগোষ্ঠীকে করোনার প্রতিষেধক টিকার আওতায় আনা হবে।

এ ব্যাপারে ফিনল্যান্ডের সামাজিক সম্পর্ক এবং স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টা কিউরু গণমাধ্যমকে জানিয়েছেন, নাগরিকদের মধ্যে যারা টিকা নিতে আগ্রহী এবং স্বাস্থ্য ঝুঁকি মুক্ত তাদের জন্য বিনামূল্যে করোনা টিকার ব্যবস্থা করবে সরকার।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। তারপর থেকেই বিশ্বব্যাপী করোনা টিকা উদ্ভাবনের লক্ষ্যে ২০০ উদ্যোগ শুরু হওয়ার কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তার মধ্যে ফাইজার, মডার্না, অক্সফোর্ডের করোনা টিকা দৌড়ে অনেকটাই এগিয়ে ছিল।

এছাড়াও, রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-৫ এবং চীনের সিনোভ্যাকের অগ্রগতিও উল্লেখযোগ্য। তবে, বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা প্রয়োগের অনুমোদন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।

করোনা টিকা করোনা ভ্যাকসিন কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ফিনল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর