Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর আদর্শের যে বয়ান সরকার দিচ্ছে তা নিম্নমানের তামাশা’


৩ ডিসেম্বর ২০২০ ২০:৫৪

আ স ম আবদুর রব | ফাইল ছবি

ঢাকা: প্রতিক্ষেত্রেই সংবিধান লংঘন করে সরকার বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের যে বয়ান দিচ্ছে তা জাতির সঙ্গে নিম্নমানের একটি তামাশা উল্লেখ করে জাসদের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘বিজয়ের মাসে জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে মিছিল সভা-সমাবেশে অংশগ্রহণ করে ৭১ এর বিজয় উদযাপন করবে, তখন সরকার মিছিল সভা-সমাবেশ নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের ওপর কালিমা লেপন করেছে।’

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে আ স ম আব্দুর রব এসব কথা বলেন। এসময় সরকারের এই অবিবেচক পদক্ষেপের তীব্র নিন্দা এবং অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আব্দুর রব সরকারের চাতুরিপূর্ণ ও অগণতান্ত্রিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ভিন্নমত ও পথকে রাষ্ট্রযন্ত্র দ্বারা বল প্রয়োগ করে রুদ্ধ করার মানসিকতা জাতির জন্য অভিশাপ বয়ে আনছে। রাজনীতিবিহীন সমাজ জনমনে বিচ্ছিন্নতার জন্ম দেয়, জনগণকে আত্মউপলব্ধি থেকে বঞ্চিত করে এবং ব্যক্তির আত্মবিকাশের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। গৌরবের বিজয়ের মাসে জনগণের রাজনৈতিক অধিকার হরণের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পদক্ষেপ।’

জাসদের সভাপতি আরও বলেন, ‘জনবিচ্ছিন্ন সরকার জননিরাপত্তা নয়, বৈধতা সংকটে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে প্রায়শই সভা-সমাবেশ নিষিদ্ধ করার বাহানা খোঁজে। সেই ধারাক্রমেই সভা-সমাবেশ নিষিদ্ধকরণে সরকারের সর্বশেষ এ পদক্ষেপ। দেশকে গণতন্ত্রহীন করে সরকার তাদের যে স্বপ্নরাজ্য গড়ে তুলেছে জনরোষের কারণে তা ক্রমাগতই অরক্ষিত হয়ে পডছে এবং সরকারের জন্য তা ভবিষ্যতে বড় ধরনের কুফল বয়ে আনবে।’ রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করা রাষ্ট্রকে আরও দুর্বৃত্তপরায়ণ করার অপচেষ্টা বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

আ স ম আব্দুর রব জাসদের সভাপতি বঙ্গবন্ধুর আদর্শ বিজয়ের মাস সংবিধান লংঘন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর