Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলান্দহ বাজারে দখল হওয়া স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন


৩ ডিসেম্বর ২০২০ ২৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুর: জেলার মেলান্দহ বাজারে জবরদখল হওয়া স্থাপনা আদালতের নির্দেশে উচ্ছেদ করেছে প্রশাসন। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) অবৈধ স্থাপনা উচ্ছেদের পর জমির প্রকৃত মালিক ৮০ বছরের বৃদ্ধ হাতেম আলী হাক্কুকে জমি বুঝিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জামালপুর সহকারী জজ আদালতের নাজির এসএম রহিম উদ্দিন জানান, মেলান্দহ বাজারের বিরোধী ৪ শতাংশ জমির প্রকৃত মালিক স্থানীয় চরপাড়া গ্রামের গেন্দা শেখের ছেলে হাতেম আলী হাক্কু। জমিটি জবরদখল করে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এই জমির ওপর কয়েকটি মামলা হয়। এরমধ্যে ২০১৭ সালের ১৩ মার্চ গেন্দা শেখের ছেলে হাতেম আলী হাক্কু’র দায়েরকৃত মামলাটির দীর্ঘ শুনানির পর বাদির পক্ষে রায় হয়। বিবাদী এই রায়ের উপর রিভিশনও করেন।

বিজ্ঞাপন

সর্বশেষ মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সহকারী জজ আদালতের বিচারক মনিরুল ইসলাম গত ২৯ নভেম্বর রায় দেন। রায়ে বাদি হাতেম আলী হাক্কু শেখ ৪ শতাংশ জমি প্রাপ্ত হন। এই রায়ের ভিত্তিতে শান্তি স্থিতি বজায় রাখতে বিরোধীয় জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ শেষে হাতেম আলী হাক্কুকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।

মামলার বাদি হাতেম আলী হাক্কুর অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে সাবেক মেয়র হাজী দিদার পাশা আমার পৈত্রিক সম্পত্তির ৪ শতাংশ জমি জবরদখলে নিয়েছিলেন। আদালতে আমি ন্যায়বিচার পেয়েছি।

তবে মামলার বিবাদী হাজী দিদার পাশা সাংবাদিকদের বলেন, ‘জমিটি আমাদেরই ছিল। একসময় সেটি খাস হয়ে যায়। আমারও কাগজপত্র আছে। আমি সুবিচার পেতে উচ্চ আদালতে যাব।’

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জবরদখল মেলান্দহ