Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় পুকুরের কচুরিপানার নিচে যুবকের লাশ


৪ ডিসেম্বর ২০২০ ১৭:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে আলমগীর হোসেন (২২) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। আলমগীর হোসেন একই গ্রামের কাতব আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন গত ১০ অক্টোবর বিকেলে গ্রাম থেকে নিখোঁজ হয়। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোন হদিস না পেয়ে তার বাবা ২১ অক্টোবর আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তবে শুক্রবার সকালে কিছু লোক পুকুর সেচে মাছ ধরতে গিয়ে কচুরিপানা সরালে সেখানে প্যান্ট শার্ট পরিহিত গলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির সেখানে উপস্থিত হয়ে গলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ‘লাশ একেবারেই গলে গেছে, দেখে চেনার উপায় নেই লাশটি কার। তবে খাদিমপুর গ্রামের কাতব আলী বিশ্বাস লাশের পরনের প্যান্ট-শার্ট দেখে নিশ্চিন্ত করেছেন লাশটি তার ছেলে আলমগীর হোসেনের। তারপরও পরিচিয় নিশ্চিতে লাশের ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আলমডাঙ্গা কচুরিপানা গলিত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর