Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের লাঠিচার্জে হেফাজতের মিছিল ছত্রভঙ্গ


৪ ডিসেম্বর ২০২০ ১৮:২৩

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে হেফাজতে ইসলামের নেতা মামুনুল ইসলাম অনুসারীরা ভাস্কর্যবিরোধী বিক্ষোভ মিছিল করলে পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। ফলে বিক্ষোভ মিছিল পল্টন পার হয়ে আর অগ্রসর হতে পারেনি।

শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বেলা সোয়া দুইটার দিকে মামুনুল অনুসারীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা ভাস্কর্য ও সরকার বিরোধী নানান স্লোগান দিতে থাকেন।

পুলিশের ভাষ্য মতে, নামাজের পর একদল মুসল্লি বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করছিলেন। তাদের বাইরে বের হওয়ার কথা ছিল না। কিন্তু হঠাৎ করেই তারা গেট খুলে সড়কে বের হয়ে আসে এবং পল্টনে চলে আসে। পল্টনে বাধা দিলে তারা পুলিশকে ঠেলে কাকরাইলের দিকে যেতে শুরু করে। এরপর পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে মামুনুল অনুসারীদের বেশ কয়েকজন মুরুব্বী সারাবাংলাকে বলেন, ‘প্রত্যেক জুমার নামাজের পর ঈমানী দায়িত্ব পালনে আমরা কাকরাইল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে থাকি। কিন্তু আজ পুলিশ বাধা দিয়েছে। বিক্ষোভ মিছিল করতে পারিনি। পুলিশ বাধা দিলেও আমাদের ঈমানী দায়িত্ব অটুট থাকবে।’

জানতে চাইলে মামুনুল অনুসারী মোসাদ্দেক হোসেন বিল্লাহ সারাবাংলাকে বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের মুক্তি চাই। নইলে আন্দোলন দুর্বার হবে।’

জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, ‘পূর্বানুমতি ছাড়া ডিএমপিতে কোনো মিছিল সমাবেশ করা যাবে না মর্মে একটি নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে হেফাজতের একটি অংশ কোনো নিয়ম না মেনে অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল ও সরকার বিরোধী নানান স্লোগান দিতে থাকে। মিছিলটি পল্টনে আসলে পুলিশ তাদের বুঝিয়ে সরে যেতে বলে। কিন্তু তারা পুলিশকে তোয়াক্কা না করে কাকরাইলের দিকে যেতে থাকে। তখন বাঁশি বাজিয়ে ও মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ছবি তুলেছেন: সারাবাংলার সিনিয়র স্টাফ ফটোগ্রাফার হাবিবুর রহমান।

টপ নিউজ ভাস্কর্য হেফাজতের মিছিল


বিজ্ঞাপন
সর্বশেষ

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

সম্পর্কিত খবর