Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযুদ্ধের চার মূলনীতিতেই চলবে দেশ’


৪ ডিসেম্বর ২০২০ ২৩:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকির প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আবৃত্তি সংগঠন ‘বোধন’। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর ‍হুমকি-ধামকি প্রতিহত করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চার মূলনীতির ভিত্তিতেই পরিচালিত করতে হবে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘গর্জে ওঠো বাংলাদেশ’ শীর্ষক এই প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বোধন সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কবি আশীষ সেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বন্ধুসভা, চট্টগ্রামের সভাপতি তাহমিনা সানজিদা, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আজম চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মো. বেলাল।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী যে স্বপ্ন দেখছে, এই বাংলার মাটিতে তা কখনই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। গণতন্ত্র, ধর্মনিরপেক্ক্ষতা, সমাজতন্ত্র ও বাঙালী জাতীয়তাবাদ- এই চারটি মুক্তিযুদ্ধের মূলনীতি। এই চার মূলনীতির ওপর ভিত্তি করেই আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই মূলনীতির ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে আবৃত্তি করেন- শিল্পী প্রতীক বড়ূয়া, ঐশী পাল, সুপ্রিয়া চৌধুরী, জাভেদ হোসেন, নিশি চৌধুরী, প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা, ঝলক কুমার শীল, হামিমা জামিল রুমা ও রীমা দাশ। সংগীত পরিবেশন করেন আলাউদ্দিন তাহের ও আরিফা সিদ্দিকা।

আবৃত্তি সংগঠন প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধু বোধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর