Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণীকে যৌন হয়রানি, যুবকের ৩ মাসের কারাদণ্ড


৫ ডিসেম্বর ২০২০ ১৮:০৪

বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলায় এক তরুণীকে যৌন নিপীড়ন করায় আটক যুবককে তিনমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই যুবককে শনিবার (৫ ডিসেম্বর) কারাগারে পাঠানো হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলা উপজেলার দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার এক তরুণীকে যৌন হয়রানি করার অভিযোগে শুক্রবার বিকেলে অভিযুক্ত যুবক মনিরুজ্জামান বাদলকে (২৮) ওই এলাকা থেকে আটক করে পুলিশ। এরপর তাকে থানায় আনার পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী।

দণ্ডপ্রাপ্ত বাদল দক্ষিণ দিগরাজ বালুর মাঠের সেলিম মাতুব্বরের ছেলে।

করোনা নভেল করোনাভাইরাস বাগেরহাট সাজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর