Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় যুবলীগ নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা উদ্ধার


৫ ডিসেম্বর ২০২০ ১৮:০৫

সাতক্ষীরা: জেলার দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীনের বাড়ি থেকে তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) সকালে যুবলীগ নেতার রান্না ঘর থেকে বোমা তিনটি উদ্ধার করা হয়।

তবে যুবলীগ নেতার বাড়ির রান্নাঘর থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনা পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতারা।

দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি ষড়যন্ত্রমূলক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী ১০ ডিসেম্বর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দেবহাটা উপজেলার উপনির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচন ঘিরে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের কঠোরভাবে দমন করা হবে।’

পেট্রোল বোমা যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর