Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিণতির জন্য প্রস্তুত থাকেন— মন্ত্রীর হুঁশিয়ারি


৫ ডিসেম্বর ২০২০ ২২:৫০

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতাকারী ইসলামি দলগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশে আমরা একাত্তরে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। আপনারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন, আমরা কি আপনাদের চুমো দেবো? না বুঝে ভাস্কর্য নিয়ে বলে থাকলে ক্ষমা চান, আর যদি জেনেশুনে বলে থাকেন তাহলে পরিণতির জন্য প্রস্তুত থাকেন।’

বিজ্ঞাপন

শনিবার (৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর শ্যামপুরের ধোলাইরপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সমাবেশ তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উচ্ছেদের হুমকির প্রতিবাদে গৌরব ’৭১ এই আয়োজন করে।

মুসলিম দেশে ভাস্কর্য থাকতে পারলে বাংলাদেশে থাকতে দোষ কি, এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতাকারীদের কখনও সহ্য করা হবে না। বঙ্গবন্ধুর দেশে তার ভাস্কর্য হবেই, এতে কোনো সন্দেহ নাই।’

মন্ত্রী আরও বলেন, ‘এ উপমহাদেশে আলেম নামে কিছু ভণ্ড আছে; যারা একসময় ইংরেজি ভাষাকে হারাম বলে মুসলমানদের পিছিয়ে দিলেন। একাত্তরেও কিছু ভাড়াটিয়া আলেম ফতোয়া দিল পাকিস্তান ভাঙলে ইসলাম ভেঙে যাবে। আজ আবার ফতোয়া দেয়া হলো, ভাস্কর্য নাজায়েয। আমি বাবুনগরীদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে রাখতে চাই, আপনারা আগের ফতোয়াবাজধারীদের মতো। আমার ধারণা আপনারা তাদেরই উত্তরসূরী। আপনারা ধর্মকে সামাজিক কাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চান। ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রাম্ত করতে চান।’

অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (বাংলাদেশ শাখা)। গৌরব ’৭১ এর সভাপতি এসএম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক এফএম শাহীনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য সানজিদা খানম, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ গৌরব ৭১’র বিভিন্ন নেতা।

বিজ্ঞাপন

জাতির পিতা টপ নিউজ ভাস্কর্য মন্ত্রী মুক্তিযুদ্ধ মোজাম্মেল হক হুশিয়ারি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর