Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, ঢাকায় উত্তাল প্রতিবাদ


৬ ডিসেম্বর ২০২০ ১১:০৭

ঢাকা: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অব্যাহত অপপ্রচার ও এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ঢাকায় প্রতিবাদমুখর হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা।

ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদমুখর হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। রোববারও প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্ছার থাকার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমণ্ডিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সমাবেশে বলেন, ‘পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে তাদের কোনোভাবেই ছাড় নয়।’

বিজ্ঞাপন

রোববার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানা-ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন তিনি। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনের রাস্তা থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবার সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিকভাবে সংক্ষিপ্ত পথসভা শেষে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর উত্তরের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ধানমন্ডি ৩/এ থেকে রওনা দিয়ে ধানমন্ডি আবাহনী মাঠের সামনে গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ের সামনে থেকে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মহানগর উত্তরের নেতারা যেকোন মূল্যে মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন বন্ধ করার আহ্বান জানান এবং সরকারকে কঠোর হস্তে দেশবিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে কঠোর হস্তে দমন করার আহ্বান জানান।

এ ছাড়া রোববার বিকেল তিনটায় ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ৬৫ টি সাংগঠনিক ওয়ার্ডে একযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার নির্দেশ দিয়েছে সংগঠনটি। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন। এতে সকল সাংগঠনিক ওয়ার্ডের সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকার এবং সংশ্লিষ্ট সকল সাংগঠনিক থানা কমিটির সাথে সমন্বয় করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও এস এম মান্নান কচি নির্দেশ দিয়েছেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি সমীর চন্দের নেতৃত্বে মিছিল হয়। মিছিলে নেতাকর্মীরা ‘হাটহাজারী ঘেরাও হবে/মামুনুল হককে ধরা হবে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই/ মামুনুল হকের ফাঁসি চাই’, প্রভৃতি স্লোগান দেন। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘যারা ভাস্কর্য নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের পিঠের চামড়া থাকবে না।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রোববার সারা দেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি। এ ছাড়া রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ মিছিল করে আওয়ামী যুবলীগ।

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদ জানিয়েছে যুবলীগও। রোববার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সারাদেশে প্রতিটি জেলা/ মহানগর/ উপজেলা/ থানা/পৌরসভায় (সকল মহানগরের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে) সারাদিন রাজপথে অবস্থান এবং বিকাল ৩টায় একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর