Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে অংশ নেন ২ জন


৬ ডিসেম্বর ২০২০ ১৪:৪৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২০ ১৬:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে গত শুক্রবার রাতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরে অংশ নেয় দুই ব্যক্তি। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে।

ফুটেজে দেখা গেছে, রাত ২ টার পর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই দিয়ে ওপরে ওঠে। এরপর তারা হাতুড়ি বের করে ভাস্কর্য ভেঙে নিরাপদে চলে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর পুলিশ শহরের বেশ কয়েকটি সড়কের সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। এরপর ফুটেজ যাচাই করে কারা এ ঘটনায় অংশ নিয়েছিল তা শনাক্ত করতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বেশ কয়েকজনকে।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ‘সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে যা যা করার প্রয়োজন পুলিশ সব করছে।’

বিজ্ঞাপন

কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাস্কর্য ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর