সরকারি চাকরিতে আউটসোর্সিং পদ্ধতি বাতিল
৬ ডিসেম্বর ২০২০ ২২:৪৯
ঢাকা: সরকারি চাকরিতে আউটসোর্সিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সরকারি চাকরিতে ১১ থেকে ২০ গ্রেডে এ পদ্ধতি আর থাকছে না। রোববার (৬ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
নিদের্শনায় বলা হয়েছে, নতুন সিদ্ধান্তের কারণে এসব গ্রেডে আউটসোর্সিং করে নিয়োগের যে প্রজ্ঞাপন ২০১৯ সালের অক্টোবরে জারি করা হয়েছিল তা বাতিল বলে গণ্য হবে।
অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধীনস্ত দফতর ও সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দিয়ে আউটসোর্সিং করে বাছাই কাজ করা যাবে না। একইসঙ্গে এ সংক্রান্ত কাজে অর্থ বরাদ্দ বা প্রস্তাবও পাঠানো যাবে না।