Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে অক্সিজেন সংকটে ৫ করোনা রোগীর মৃত্যু


৭ ডিসেম্বর ২০২০ ১১:৪০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২০ ১৬:০৯

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পেশওয়ারের একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটে ছয় রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে পাঁচ জনই করোনা আক্রান্ত হিসেবে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। খবর বিবিসি।

এদিকে, খাইবার টিচিং হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছেই অক্সিজেনের সংকট থাকায় এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই ওই হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। তখ্ন মজুত হিসেবে রাখা ৩০০ সিলিন্ডার কাজে লাগায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে, ওই মজুত শেষের দিকে আসতে থাকলে চাহিদা থাকা সত্ত্বেও অনেক রোগীর জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, পাকিস্তান এখন করোনা সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলা করছে। ইতোমধ্যেই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ মানুষ এবং মৃত্যু হয়েছে ৮ হাজার মানুষের।

ওদিকে, ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান ফের চাহিদা মাফিক অক্সিজেন দেওয়া শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে ওই হাসপাতালের কর্তৃপক্ষ বিবিসি উর্দুকে জানিয়েছে।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পাকিস্তান পেশওয়ার হাসপাতাল

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর