Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী এক বছরের মধ্যে পদ্মাসেতুর কাজ শেষ হবে: কাদের


৭ ডিসেম্বর ২০২০ ১৬:১৯

ঢাকা: আগামী ১০ ডিসেম্বর পদ্মাসেতুর শেষ স্প্যানটি বাসানোর ১০ মাস থেকে এক বছরের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এরপরই সকলের জন্য পদ্মাসেতু উন্মুক্ত করা হবে।’

সোমবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পদ্মাসেতুর বাকি কাজ শেষ হতে কত সময় লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘১০ মাস থেকে এক বছর লাগবে। লাস্ট স্প্যান ১০ ডিসেম্বরেরর মধ্যে বসবে বলে আমরা আশাবাদী। সেতুতে ঢালাইয়ের কাজ, সড়কের জন্য প্রস্তুত করা, রেলের জন্য প্রস্তুত করার কাজ বাকি আছে। এটা ডাবল ডেকার সেতু। এখানে রেলও চলবে, সড়কের যানবাহনও চলবে। কাজে ওটাকে সেভাবেই তো তৈরি করতে হবে।’

২০২১ সালের বিজয় দিবসে এটি উদ্বোধন করা হবে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘কোনো দিবসে আমরা উদ্বোধন করবো না। প্রাইম মিনিস্টার এটার বিরুদ্ধে। কোনো বিশেষ দিবসে এটা উদ্বোধন করা, এ জাতীয় প্রস্তাব তিনি কখনো গ্রহণ করেন না। বিশেষ দিবস তো বিশেষ দিবসই। এটা অন্য যেকোনদিন হতে পারে। বিজয় দিবস, স্বাধীনতা দিবসে তো হওয়ার দরকার নেই।’

কাদের পদ্মাসেতু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর