ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে একমাসে বিও হিসাব বেড়েছে দেড় লাখ
৭ ডিসেম্বর ২০২০ ১৬:৫৯
ঢাকা: ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে এক মাসের ব্যবধানে বিও হিসাবে বেড়েছে দেড় লাখ। সদ্য বিদায়ী নভেম্বর মাসে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য নতুন করে মোট এক লাখ ৪৮ হাজার ৯৪২টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খুলেছে বিনিয়োগকারীরা।
সোমবার (৭ ডিসেম্বর) সেন্ট্রাল ডিপজিটরি বাংলদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিডিবিএল সূত্র জানায়, গত অক্টোবর মাসের শেষ কার্যদিবস বিও হিসাবধারী ছিল মোট ২৩ লাখ ৫৯ হাজার ৯৫০টি। গত নভেম্বর মাসের শেষ দিন বিও হিসাবধারী বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৮ হাজার ৮৯২টিতে। অর্থাৎ নভেম্বর মাসে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য নতুন করে ১ লাখ ৪৮ হাজার ৯৪২টি বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে।
সূত্র জানায়, দেশে মোট ২৫ লাখ ৮ হাজার ৮৯২টি বিও হিসাব রয়েছে। এর মধ্যে পুরুষ বিও হিসাব রয়েছে ১৮ লাখ ৪৭ হাজার ১১১টি, নারী বিও হিসাবধারী ৬ লাখ ৪৮ হাজার ১২৪টি, কোম্পানি বিও হিসাব রয়েছে ১৩ হাজার ৬৫৭টি। এর মধ্যে গত এক মাসে পুরুষ বিও হিসাব বেড়েছে ১ লাখ ১০ হাজার ৩৩০টি, নারী বিও হিসাব বেড়েছে একই সময়ে নারী বিও হিসাব ৩৮ হাজার ৪৫৯টি এবং কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৫৩টি।
গত অক্টোবর মাসের শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২২ লাখ ১৭ হাজার ৮৫৩টি। নভেম্বর মাসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৩ হাজার ১৬৮টিতে। নভেম্বর মাসে দেশি বিওধারী সংখ্যাও বেড়েছে ১ লাখ ২৫ হাজার ৩১৫টি।
অন্যদিকে, অক্টোবরে বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ২৮ হাজার ৫৯৩টি। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৩৩টিতে। অর্থ্যাৎ নভেম্বর মাসে বিদেশে অবস্থানরত বিনিযোগকারী বেড়েছে ২৩ হাজার ৩৪০টি।