Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঘাপটি মেরে থাকা মৌলবাদী গোষ্ঠী মাঝে মধ্যে ফণা তোলার চেষ্টা করে’


৭ ডিসেম্বর ২০২০ ১৮:১৬

ফাইল ছবি

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে ঘাপটি মেরে বসে আছে। মাঝে মধ্যে তারা ফণা তোলার চেষ্টা করে। এদের কোনোভাবেই ফণা তুলতে দেওয়া যাবে না।

সোমবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত হেনেছে, যারা ভাস্কর্য নিয়ে কথা বলে, এরা তাদেরই অনুসারী; যারা ফতোয়া দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা সব কাফের, নারীরা হচ্ছে গণিমতের মাল- তাদের ভোগ করা যাবে। এই ফতোয়া যারা দিয়েছিল তাদের অনুসারী আজ ভাস্কর্য নিয়ে ফতোয়া দেয়।’

তিনি বলেন, ‘তাদের ফতোয়া অনুযায়ী, নিজের ছবি রাখার নিয়ম নেই, তারা ছবি তুলতে পারবে না, তাদের বাবা-মারও ছবি রাখতে পারবেন না। সেটাতো তারা বর্জন করছেন না। মূল কথা হলো- এই সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি ঘাপটি মেরে বসে থেকে সময় সময় ফণা তোলার চেষ্টা করে। এই অপশক্তিকে পরাভূত করে বাংলাদেশ রচিত হয়েছে। সুতরাং হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের রক্তস্রোতের বিনিময়ে যে দেশ রচিত হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে এই মৌলবাদী অপশক্তির কোনো স্থান হবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এই মৌলবাদী গোষ্ঠী দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চায়। তাদের একটি দল বা গোষ্ঠী রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেয়। অথচ সেই দলের প্রতিষ্ঠাতারও দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে। মৌলবাদী গোষ্ঠী যদি এ পৃষ্ঠপোষকতা না পেতো তাহলে তাদের পক্ষে মাঝেমধ্যে এরকম ফণা তোলার অপচেষ্টা করা সম্ভব হতো না।’

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী তোলার চেষ্টা ফণা মৌলবাদী গোষ্ঠী

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর