Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নাসিমপুত্র জয়


৭ ডিসেম্বর ২০২০ ১৮:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য তানভীর শাকিল জয়। তিনি একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথকক্ষে তানভীর শাকিল জয়কে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে তানভীর শাকিল জয় রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নাসিমপুত্র তানভীর শাকিল জয় বিপুল ভোটে জয়লাভ করেন।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো