Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের ৪ দিন আগে বরিশালে ২ ইউপি নির্বাচন স্থগিত


৭ ডিসেম্বর ২০২০ ১১:৩২

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত উলানিয়া উত্তর ও উলানিয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতে একটি রিট চলমান থাকায় ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচন স্থগিত করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উলানিয়া ইউনিয়ন বিভক্ত করে উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া নামে দুইটি ইউনিয়ন গঠন করা নিয়ে উচ্চ আদালতে রিট চলমান রয়েছে। ওই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুস কান্তি দে বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন কমিশন থেকে নির্বাচন বন্ধের চিঠি পেয়েছি। প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাহী আদেশে নির্বাচন স্থগিত করেছেন।

এদিকে, গত শুক্রবার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় পুলিশের ক্যাম্প ভাঙচুর ও পুলিশের ওপর হামলার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৬ রাউন্ড ফাঁকা গুলি করে। এতে পুলিশসহ ৩৫ জন আহত হন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ১০ জনকে গ্রেফতারও করেছে।

ইউপি নির্বাচন স্থগিত উলানিয়া ইউনিয়ন নবগঠিত ইউনিয়ন নির্বাচন কমিশন মেহেন্দিগঞ্জ উপজেলা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর